সূর্যের হাসি নেটওয়ার্ক' ইউএসএআইডি'র এডভান্সিং ইউনিভার্সাল হেলথ কভারেজ প্রকল্পের কারগরি সহায়তায় পরিচালিত একটি অলাভজনক সোস্যাল এন্টারপ্রাইজ । এই নেটওয়ার্কের আওতায় সারাদেশে ৩০০ এর অধিক সূর্যের হাসি ক্লিনিক পরিচালিত হচ্ছে।
এখানে মাতৃস্বাস্থ্যসেবা , শিশুস্বাস্থ্যসেবা , পরিবার পরিকল্পনা, সাধারণ রোগের চিকিৎসা, ইপিআই টিকা, নিরাপদ প্রসবসেবা, কিশোর কিশোরীদের স্বাস্থ্যপরীক্ষা ও স্বাস্থ্যশিক্ষা এবং পুষ্টি বিষয়ক সেবা প্রদান করা হয়।
মৌলভীবাজার জেলাসদরে পৌরসভার অন্তগর্ত ০৬ নং ওয়ার্ডের বড়হাটে ক্লিনিকটি অবস্থিত। এর অধীনে দরগামহল্লায় একটি ফিক্সড স্যাটেলাইট সহ ধরকাপন, বেরীরচর, রঘুনন্দনপুর, বড়বাড়ি, বর্ষিজোড়া ও সৈয়ারপুরে ০৭টি স্যাটেলাইট ক্লিনিক পরিচালিত হচ্ছে। জেলার স্বাস্থ্যবিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সমন্বয় রেখে পরিচালিত হচ্ছে ক্লিনিকটি।
Add a review